arannashop.com

কুষ্টকাঠিন্যেতায় হানি নাটসের ভূমিকা।

হানি-নাটস-৯০০-গ্রাম

কুষ্টকাঠিন্যেতায় হানি নাটসের ভূমিকা।

আপনি কি কুষ্টকাঠিন্যেতায় ভুগছেন ? বা শক্ত পায়খানার জন্য কষ্ট পাচ্ছেন?
এমন কি খাবার আছে যা খেলে কুষ্টকাঠিন্যতা হয় না? আপনি যদি কুষ্টকাঠিন্যতায় ভুগে থাকেন তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।

কোষ্ঠকাঠিন্যে হলে মানুষের এই Problem গুলি দেখা দেয় –
সপ্তাহে একবার দুবার মলত্যাগ হয়।
মল খুবই শুষ্ক, এবং শক্ত হয়
মলত্যাগ করা ভয়াবহ রকম কষ্টের হয়ে যায়
অনেক সময় মলের সাথে রক্ত যায়
পেটে ব্যথা হয়,পেট ফোলা এবং বমি বমি ভাব অনুভুত হয় ।
মলত্যাগের পরেও মনে হয় মলত্যাগ অসম্পূর্ণ রয়ে গেছে।

যে Lifestyle এর কারনে এই Problem হতে পারে –
প্রতিটি খাবার দিনের নিদৃষ্ট সময়ে না খেলে
Fibre সমবৃদ্ধ খাবার না খেলে
পরিমাণমতো পানি পান না করলে
প্রতিদিন কায়িক পরিশ্রম বা ব্যায়াম না করলে
টেনশন মুক্ত ঘুম না গেলে
ভিটামিন D ,ভিটামিন B ১২ এবং Magnesium যুক্ত খাবার না খেলে
ডায়েবেটিস, স্টোক এই ধরনের রোগের কারণে হতে
এবং ভিবিন্ন ঔষধের সাইড এফেক্টের কারনেও কুষ্টকাঠিন্যে হতে পারে।

এই জন্য হয়তো আমরা নিজেরাই গ্যাস্টিকের ট্যাবলেট খেয়ে থাকি কিন্তু তাতে কোনো ভালো ফল পাওয়া যায় না।, ডাক্তার অনেক গুলি ঔষধ দিলো।কেমিক্যালযুক্ত এই সমস্ত ঔষধদের side effect এর কারনে আমরা কখনো কখনো আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলি। অথচ এই মারাত্মক ক্ষতি থেকে আমরা সহজেই বাঁচতে পারি। এসব কেমিক্যালযুক্ত সাপ্লিমেন্ট না খেয়ে ন্যাচারাল খাবার হানি নাটস খেয়েও যে এসব রোগ থেকে নিজেকে মুক্ত রাখা যায় তা আমরা অনেকেই জানিনা।
আল্লাহ পবিত্র কুরআনে সূরা নাহল এ বর্ণনা করেন ,”[মৌমাছিরা ]তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে রয়েছে মানুষের জন্য শেফা। (সূরা নাহল , আয়াত ৬৯)।” শেফা মানে রহমত, মানুষের রোগমুক্তি। এতে রয়েছে Antimicrobial effect, Anti Bacterial, Anti Fungal, Anti Viral , Bactericidal effect .
স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ।
According To FDA ,ভিবিন্ন বাদাম, দানা বীজ এবং Dry Fruits যেমন, কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তাবাদাম , ডুমুর , কিশমিশ, শুকনা বড়োই, Pumpkin Seeds, Sesame Seeds, ফ্লেক্সসীড, চিয়াসীড, আলবোখারা ইত্যাদি । এই সবে রয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক ,আয়রন, Magnesium , Omega-3 fatty acid এবং প্রচুর পরিমানে ফাইবার। মধুর সাথে শুকনো ফল ডায়েটারি ফাইবার সমৃদ্ধ: যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে- হজমের স্বাস্থ্যের উন্নতি করে। এটি নিয়মিত মলত্যাগকে উৎসাহিত করে।ফলে আর কুষ্টকাঠিন্য হয় না।
আমাদের arannashop.com এর হানি নাটস বাদাম, দানা বীজ, ড্রাই ফ্রুইটস এবং মধুর-এক অন্যন্যা সংমিশ্রণ। যা খেলে আপনার কুষ্টকাঠিন্য দূর হবে। এটি আমরা নিজস্সো তত্ত্বাবধানে Air Tit ফুড গ্রাড বয়ামে করে Natural Taste and Flavour বজায় রেখে আকষণীয় মোড়কে বাজার জাত করি থাকি।

প্রতিদিন নিয়মিত সকালে দুচামুস সন্ধ্যায় দু চামুস, হানিনাটস খাওয়ার অভ্যেস করুন । এছাড়াও হানি নাটসের রয়েছে আরো অনেক গুনাগুন।
ক্ষুদা নিবারণ করে দুর্বলতা দূর করে
দেহকে শক্তিশালী এবং সতেজ করে
মধুর সাথে বাদাম এক দূর্দান্ত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে
রেটিনাকে সুস্থ রাখে দৃষ্টিশক্তি ভালো থাকে। তাই রাত কানা রোগ হয় না
Blood Pressure কমায়,ফলে হার্ট সুস্থ থাকে
সেক্সচুয়াল Power কে Strong করে এতে ঘরে শান্তি থাকে
ত্বক মসৃন ও সুন্দর করে তাই স্মার্ট থাকা যায়
Joint Pain, Depression,Inflammation Reduce করে লাইফে প্রশান্তি আনে

তাই আর দেরি না করে এখনই হানি নাটস খাওয়া শুরু করুন। হানি নাটস সংগ্রহ করার উত্তম অনলাইন প্লাটফরম হলো arannashop .com

অর্ডার দেওয়ার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করে হানি নাটস অর্ডার করতে পারেন। পণ্যটি হাতে পেলে , যাচাই বাছাই করে,দেখে, Cash On Delivery তে নিতে পারবেন। হানি নাটস আইটেম এর নিচে “Order Now ” বাটুনে ক্লিক করুন। এবং আপনার নাম, মোবাইল নাম্বার, এবং যে ঠিকানায় পণ্যটি গ্রহণ করতে চান তার ঠিকানা লিখে Order টি Complete করুন। ✍️ থেরাপিউটিক খাবার ডিজাইন করুন! খাবারকে আপনার ঔষধ হতে দিন!🍎 আপনার নিজের ডাক্তার হতে দিন 👩‍⚕️ নিরাময় করতে, কারণ দূর করতে❗️
প্রিমিয়াম কোয়ালিটির অরণ্য হানি নাটস।
প্রাকৃতিক খাবারের স্বাদ নিন , সুস্থ থাকুন, ভালো থাকুন-
arannashop .com এর সাথেই থাকুন ।

হানি নাটস (কম্বো) |1 Kg
হানি নাটস 1 Kg
হানি নাটস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top